হ্যাকারদের নজর ইউটিউব চ্যানেলে

ইউটিউব। ছবি: রয়টার্স
ইউটিউব। ছবি: রয়টার্স

বেশ কিছু জনপ্রিয় ইউটিউব চ্যানেল হ্যাক করে তা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটছে। প্রযুক্তিবিষয়ক কয়েকটি ওয়েবসাইটে বলা হচ্ছে, সম্প্রতি গাড়ির পর্যালোচনাকারী বেশ কিছু ইউটিউব চ্যানেল হাতিয়ে নেয় দুর্বৃত্তরা। সমন্বিত হ্যাকিং কৌশল খাটিয়ে হ্যাকারদের গ্রুপ ইউটিউব চ্যানেল পরিচালকদের আক্রমণ করছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট জেডডিনেটের প্রতিবেদনে বলা হয়েছে, সাইবার দুর্বৃত্তরা ইউটিউব কনটেন্ট নির্মাতাদের ফিশিং মেইল পাঠিয়ে তাঁদের অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড সংগ্রহ করছে।

সাইবার দুর্বৃত্তরা গুগলের লগইন পেজের মতো একটি ভুয়া পেজ ইউটিউব কনটেন্ট নির্মাতাকে পাঠায়। খুব ভালোভাবে খেয়াল না করলে তা যে ভুয়া পেজ, ধরা কঠিন। যাঁরা সেখানে তথ্য দিচ্ছেন, তাঁদের চ্যানেল বেহাত হয়ে যাচ্ছে। ইতিমধ্যে টুইটারে অনেকেই পোস্ট দিয়ে তাঁদের ইউটিউব চ্যানেল বেহাত হওয়ার কথা বলেছেন। অনেকেই বলেছেন, টু-ফ্যাক্টর অথেনটিকেশনও পাশ কাটাতে পারে হ্যাকাররা।

ইউটিউবের একজন মুখপাত্র বলেছেন, ইউটিউবে হ্যাকিং বেড়ে যাওয়ার কোনো প্রমাণ তাঁরা পাননি। ইউটিউবের নিরাপত্তার বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখা হয় এবং সন্দেহজনক কার্যক্রম ব্যবহারকারীকে জানানো হয়। যাঁদের ইউটিউব চ্যানেল আছে, তাঁদের নিরাপত্তার জন্য দ্রুত গুগল অ্যাকাউন্ট সিকিউরিটি চেকআপ অপশনে গিয়ে টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করতে হবে। এতে হ্যাক হওয়ার ঝুঁকি কমবে। যাঁদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, তাঁরা ইউটিউব টিমকে জানাতে পারেন।