গিগাবাইট গেমিং ল্যাপটপ বাজারে

গিগাবাইট গেমিং ল্যাপটপ। ছবি: গিগাবাইটের সৌজন্যে
গিগাবাইট গেমিং ল্যাপটপ। ছবি: গিগাবাইটের সৌজন্যে

সম্প্রতি বাজারে এসেছে গিগাবাইটের এরো ১৫ ভিএ ক্ল্যাসিক, নিউ এরো ১৫ ডব্লিউএ এবং নিউ এরো ১৫-এসএ মডেলের তিনটি মডেলের গেমিং ল্যাপটপ। এর মধ্যে এরো ১৫ ভিএ ক্লাসিক ল্যাপটপটিতে রয়েছে ইন্টেল কোর আই সেভেন ৯৭৫০ এইচ মডেলের প্রসেসর, জিটিএক্স ১৬৬০ টিআই জিডিডিআর ৬ ৬ জিবি গ্রাফিকস কার্ড, ১৬ জিবি র‍্যাম, ৫১২ জিবি এসএসডি এবং ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে। এর দাম এক লাখ ৭৭ হাজার ৫০০ টাকা।

নিউ এরো ১৫ ডব্লিউএ মডেলের ল্যাপটপটিতে রয়েছে ইন্টেল কোর আই সেভেন ৯৭৫০ এইচ ওএলইডি ইউএইচডি প্রসেসর, আরটিএক্স ২০৬০ জিডিডিআর ৬৬জি গ্রাফিকস কার্ড, ১৬ জিবি র‍্যাম, ৫১২ জিবি এসএসডি এবং ১ টেরাবাইট হার্ডড্রাইভ। এর দাম এক লাখ ৯৭ হাজার ৫০০ টাকা।

নিউ এরো ১৫-এসএ মডেলের ল্যাপটপটিতে রয়েছে ইন্টেল কোর আই সেভেন ৯৭৫০ এইচ ওএলইডি ইউএইচডি প্রসেসর, আরটিএক্স ২০৬০ জিডিডিআর ৬ ৬জি গ্রাফিকস কার্ড, ১৬ জিবি র‍্যাম, ২৫৬ জিবি এসএসডি এবং ১ টেরাবাইট হার্ডড্রাইভ। এর দাম এক লাখ ৭২ হাজার টাকা।