নরডিক ডে উদযাপন

নরডিক ডে উদযাপনে তিন দেশের রাষ্ট্রদূত। ছবি: ড্যানিশ রাষ্ট্রদূতের সৌজন্যে
নরডিক ডে উদযাপনে তিন দেশের রাষ্ট্রদূত। ছবি: ড্যানিশ রাষ্ট্রদূতের সৌজন্যে

ঢাকায় গতকাল সোমবার নরডিক দিবস পালন করেছে নরওয়ে, ডেনমার্ক ও সুইডেন। নরডিক ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে নরডিক কমিউনিটি, বাংলাদেশ সরকারের প্রতিনিধি, প্রাইভেট খাত ও সুশীল সমাজের ৪০০ জনের মতো অতিথি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের মূল বিষয় ছিল, বর্তমান বিশ্বের বিশ্বের স্থায়িত্ব এবং টেকসই অনুশীলন। অনুষ্ঠানে বাংলাদেশ, ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনের জাতীয় সংগীত বাজানো হয়। বাংলাদেশে নিযুক্ত তিন দেশের রাষ্ট্রদূত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা প্রসঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেন বলেন, ‘টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে আমরা শক্তিশালী প্রতিশ্রুতি নিয়ে কাজ করছি। এ লক্ষ্য অর্জনে অন্যান্য দেশকে সহায়তা করছি।’

নরওয়ের রাষ্ট্রদূত সিডসেন ব্ল্যাকেন বলেন, নরডিক প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনী ও টেকসই উন্নয়ন নিয়ে কাজ করছে। বিজ্ঞপ্তি।