অ্যান্ড্রয়েডে ফিঙ্গারপ্রিন্ট লক আনল হোয়াটসঅ্যাপ

অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের আলাপচারিতা নিরাপদ রাখতে নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। নতুন ফিচারটি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট লক। ফিচারটি আগেই আইফোনে এসেছে। এত দিন কেবল পরীক্ষামূলকভাবে এটি ব্যবহারের সুযোগ ছিল। এবার সবার জন্য ফিচারটি উন্মুক্ত করে দিল হোয়াটসঅ্যাপ।

ব্যবহারকারীদের হ্যাকার ও দুর্বৃত্তদের কাছ থেকে নিরাপদ রাখার লক্ষ্যে নতুন ফিচারটি আনার কথা বলেছে ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। যাঁরা নতুন হোয়াটসঅ্যাপ সংস্করণটি ইনস্টল করেন, তবে সে সময় তাঁর ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য স্ক্যান করতে হবে।

হোয়াটসঅ্যাপে ফিঙ্গারপ্রিন্ট সেট করতে চাইলে তাঁকে মাধ্যমটির সেটিংস অপশনে ট্যাপ করে অ্যাকাউন্ট অপশনে যেতে হবে। এরপর প্রাইভেসি অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট লক অপশনে যেতে হবে। সেখানে গিয়ে টার্ন অন ফিঙ্গারপ্রিন্ট এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করার পর থেকে মাধ্যমটি ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে লক ও আনলক সুবিধা পাওয়া যাবে।

আইওএসে স্ক্রিন লক হিসেবে ফিচারটি এখন রয়েছে। আইফোন ব্যবহারকারীরা টাচ আইডি বা ফেস আইডি ব্যবহার করে আনলক করতে পারবেন।