টাইফয়েডের নতুন টিকায় সফলতা

বিশ্বে বছরে ১ কোটি ১০ লাখ মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়। ছবি: রয়টার্স
বিশ্বে বছরে ১ কোটি ১০ লাখ মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়। ছবি: রয়টার্স

টাইফয়েডের নতুন একটি টিকার মাঠপর্যায়ের প্রথম পরীক্ষা চালানো হয়েছে। শিশুদের ওপর এই টিকা প্রয়োগ করে ৮১ দশমিক ৬ শতাংশ সফলতা পাওয়া গেছে। পরীক্ষাটি চালানো হয়েছে নেপালে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন গত বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এর লেখক যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অ্যান্ড্রু পোলার্ড বলেন, এই পরীক্ষা নতুন টিকার কার্যকারিতা ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে এর সম্ভাবনা তুলে ধরেছে।

বিশ্বে বছরে ১ কোটি ১০ লাখ মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়, যাদের মধ্যে প্রায় ১ লাখ ১৭ হাজার মারা যায়। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় টাইফয়েড ওষুধ–প্রতিরোধী হয়ে ওঠায় তা নিয়ন্ত্রণ জরুরি হয়ে পড়েছে। বর্তমানে টাইফয়েডের দুই ধরনের টিকা রয়েছে। একটি ছয় বছরের বেশি বয়সী শিশুদের জন্য। এটি ক্যাপসুল আকারের। কিন্তু ক্যাপসুলটি এত বড় যে কম বয়সী শিশুদের জন্য গেলা কঠিন। অন্যটি ইনজেকশন। এটি আবার দুই বছরের কম বয়সীদের ক্ষেত্রে কাজ করে না। কিন্তু নেপালে পরীক্ষা চালানো নতুন টিকা ৯ মাস বয়সী শিশুর ক্ষেত্রেও কাজ করেছে বলে প্রতিবেদনে জানানো হয়।