ইলন মাস্কের সম্পদ কত?

ইলন মাস্ক। ছবি: রয়টার্স
ইলন মাস্ক। ছবি: রয়টার্স

সর্বশেষ হিসাব অনুযায়ী তিনি বিশ্বের ৩৮ তম ধনী ব্যক্তি। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স সূচক অনুযায়ী তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৪৬০ কোটি ডলার। তবু টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক দাবি করেছেন যে তাঁর মোট সম্পদের পরিমাণ তিনি জানেন না। আদালতে তাঁর বিরুদ্ধে মানহানির মামলার সাক্ষ্য গ্রহণের সময় তিনি এই দাবি করেছেন।

ইলন মাস্ককে আদালতে জিজ্ঞাসা করা হয়েছিল তাঁর মোট সম্পদ কত। এর জবাবে টেসলার সিইও বলেছিলেন যে তিনি সত্যিকার অর্থেই তাঁর মোট সম্পদের পরিমাণ জানেন না। তিনি দাবি করেন, তিনি শুধু তাঁর দুটি প্রধান প্রতিষ্ঠান টেসলা ও স্পেসএক্সের শেয়ারের মালিক এবং এ দুটি প্রতিষ্ঠানের অধীন তাঁর অনেক দেনাও রয়েছে।

টেসলা ও স্পেসএক্সের এই প্রধান নির্বাহী কর্মকর্তার একটি বিতর্কিত টুইটের কারণেই তাঁকে আদালতে হাজির হতে হয়। ওই টুইট বার্তায় তিনি একজন ব্রিটিশ ডুবুরিকে ‘পেডো গাই’ বলে সম্বোধন করেন। একজন বিচারক এই মামলায় মাস্কের পক্ষেই রায় দেন। বিচারক জানান, কাউকে পেডো গাই বলা মানহানির মানদণ্ডে পড়ে না। এই মামলায় মাস্ককে কোনো ক্ষতিপূরণ দিতেও হয়নি।