আন্তর্জাতিক টাইগার চ্যালেঞ্জ-২০১৯ জয়ীদের নাম ঘোষণা

আন্তর্জাতিক টাইগার চ্যালেঞ্জ-২০১৯ বিজয়ীরা। ছবি: টাইগার আইটির সৌজন্যে
আন্তর্জাতিক টাইগার চ্যালেঞ্জ-২০১৯ বিজয়ীরা। ছবি: টাইগার আইটির সৌজন্যে

বাংলাদেশে উদ্ভাবকদের খোঁজে টাইগার আইটি আয়োজিত টাইগার চ্যালেঞ্জে বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে চূড়ান্ত পর্বে ওঠা ১৪ দলের মধ্যে প্রতিযোগিতার বিজয়ী হিসেবে তিনটির উদ্যোগের নাম ঘোষণা করা হয়। বিজয়ী দল তিনটি হচ্ছে বাংলাদেশে পোশাক খাতের কর্মীদের জন্য ডক্টহারস: স্মার্ট হেলথকেয়ার, ড্রিংকওয়েল ও সোনাভি ল্যাবসের ফিলিক্স।

টাইগার আইটির বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিযোগিতায় অংশ নেওয়া উদ্যোক্তারা বিশেষজ্ঞদের সামনে নিজেদের সমাধান তুলে ধরেন। সেখান থেকে তৈরি পোশাক খাতের কর্মীদের মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ডক্টহারস: স্মার্ট হেলথ কেয়ারকে জয়ী ঘোষণা করা হয়। এ ছাড়া দূষিত পানি শোধনের উদ্যোগ ড্রিংকওয়েল ও চিকিৎসা এবং বিশ্ব স্বাস্থ্যকর্মীদের সহায়তায় যুক্তরাষ্ট্রভিত্তিক সোনাভি ল্যাবসের ফিলিক্সকেও বিজয়ী করা হয়।

প্রতিযোগিতায় বিজয়ীরা পুরস্কার হিসেবে দুই মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ তহবিলের জন্য প্রতিযোগিতার সুযোগ পাবেন। কৌশলগত ও পরিচালনাগত সহায়তা দেবে আয়োজকেরা।