গভীরতম স্থানের সন্ধান

পৃথিবীর সবচেয়ে গভীর স্থানের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। স্থানটি অ্যান্টার্কটিকার পূর্বাঞ্চলে ডেনমান গ্লেসিয়ারের নিচে অবস্থিত।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার হিমবাহবিদেরা এ তথ্য জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক টুইট বার্তায় জানানো হয়েছে, গভীর ওই স্থান রয়েছে অ্যান্টার্কটিকার বরফের স্তরের নিচে। নতুন এই তথ্য আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়নের বৈঠকে উপস্থাপন করা হয়েছে।

হিমবাহবিদেরা জানান, তাঁরা যা কল্পনা করেছিলেন, তার চেয়ে গভীর ওই স্থানটি। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার
গভীরে। তবে স্থানটিতে কোনো পানি নেই। আছে বরফের স্তর। গবেষণায় বলা হয়েছে, গভীর ওই এলাকা দৈর্ঘ্যে ১০০ কিলোমিটার এবং প্রস্থে ২০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।

বিজ্ঞানীদের এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার আর্থ সিস্টেম সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ম্যাথিউ মরলিগহেম। তিনি বলেন, এই গবেষণা প্রকল্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, অ্যান্টার্কটিকার বিশাল আয়তন।