এ-ফোরটেকের নতুন ফাংশনাল মাল্টিমিডিয়া কিবোর্ড

এ-ফোরটেকের কিবোর্ড। ছবি: এফোরটেকের সৌজন্যে
এ-ফোরটেকের কিবোর্ড। ছবি: এফোরটেকের সৌজন্যে

বাজারে বহুল পরিচিত কম্পিউটার এক্সেসরিজ ব্র্যান্ড এ-ফোরটেক নিয়ে এসেছে নতুন কেআরএস-৮৩ এবং কেআরএস-৮৫ ফাংশনাল মাল্টিমিডিয়া কিবোর্ড। কিবোর্ডটির নতুন এ সংস্করণে থাকছে মাল্টিমিডিয়া বাটনের অপশন। এতে কিবোর্ড থেকেই সব রকমের মিডিয়া কি কন্ট্রোল যেমন—ভলিউম বাড়ানো, কমানো, মিউট করা ইত্যাদি অপশনের কাজ করা যাবে।

এফোরটেক বলেছে, কিবোর্ডে আরামদায়ক টাইপিংয়ের অভিজ্ঞতার জন্য নতুন কিবোর্ড নকশা করা হয়েছে। এ-ফোরটেকের নিজস্ব পেটেন্ট করা প্রযুক্তি এতে ব্যবহার করা হয়েছে। এ ছাড়া উচ্চতা সুবিধাজনকভাবে ঠিক করে নেওয়ার ব্যবস্থাও রয়েছে। কিবোর্ডটির কিক্যাপে লেজার এনগ্রেভড ক্যারেক্টার দেওয়া আছে যাতে কিবোর্ডের কিক্যাপের লেটারগুলো সহজে উঠে যাবে না।

এ কিবোর্ডটি স্প্ল্যাশ প্রুফ তাই পানির ঝাপটা থেকে থাকে সুরক্ষিত। প্লাগ অ্যান্ড প্লে এই কিবোর্ডটি যে কোন অপারেটিং সিস্টেম সমর্থন করে।

কেআরএস-৮৩ এবং কেআরএস-৮৫ ভিন্ন ডিজাইনের কিবোর্ড দুটির দাম ৬৫০ টাকা। দেশের বাজারে এ কিবোর্ড বিপণন করছে গ্লোবাল ব্র্যান্ড।