শুরু হয়েছে বলয়গ্রাস সূর্যগ্রহণ

সকালে আকাশে দেখা যায় এমন সূর্যগ্রহণ। ছবি: নুসরৎ নওরিন
সকালে আকাশে দেখা যায় এমন সূর্যগ্রহণ। ছবি: নুসরৎ নওরিন

আকাশের দিকে তাকালে দেখা যাবে সূর্যে গ্রহণ লেগেছে। বছরের শেষ সূর্যগ্রহণ শুরু হয়েছে আজ বৃহস্পতিবার সকালে। সাড়ে আটটা থেকে শুরু হয়েছে গ্রহণ। এটি বলয়গ্রাস সূর্যগ্রহণ। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘রিং অব ফায়ার’।

চাঁদ সূর্যের সামনে এসে ধীরে ধীরে ঢেকে ফেলছে সূর্যকে। গ্রহণের সময় সূর্যকে রক্তাক্ত আংটির মতো দেখাবে।

সূর্যগ্রহণ দেখার আয়োজন করে বিজ্ঞান আন্দোলন মঞ্চ সংগঠন। সেখানকার শিক্ষার্থীরা আংশিক সূর্যগ্রহণ দেখে। আলতাফুন্নেছা খেলার মাঠ, বগুড়া, ২৬ ডিসেম্বর। ছবি: সোয়েল রানা
সূর্যগ্রহণ দেখার আয়োজন করে বিজ্ঞান আন্দোলন মঞ্চ সংগঠন। সেখানকার শিক্ষার্থীরা আংশিক সূর্যগ্রহণ দেখে। আলতাফুন্নেছা খেলার মাঠ, বগুড়া, ২৬ ডিসেম্বর। ছবি: সোয়েল রানা

আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া অধিদপ্তর বলছে, বলয়গ্রাস সূর্যগ্রহণ আংশিক দেখা যাচ্ছে।

কেন্দ্রীয় গ্রহণ শুরু হয়েছে সকাল ৯টা ৩৬ মিনিটে। এ সময় থেকে চাঁদ সূর্যের সামনে এসে ধীরে ধীরে ঢেকে ফেলতে শুরু করেছে।

বিশেষজ্ঞরা অবশ্য খালি চোখে সূর্যের দিকে তাকাতে নিষেধ করেন ।