সিইএসে স্যামসাংয়ের আয়োজন

সিইএসে অংশ নিয়েছে স্যামসাং। ছবি: স্যামসাংয়ের সৌজন্যে
সিইএসে অংশ নিয়েছে স্যামসাং। ছবি: স্যামসাংয়ের সৌজন্যে

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে গত মঙ্গলবার শুরু হয়েছে চার দিনের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মেলা কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস) ২০২০। মেলার শুরুতেই স্যামসাং সংবাদ সম্মেলন ডেকে তাদের নতুন বছরের পরিকল্পনা ও নতুন পণ্যের ঘোষণা দিয়েছে।

স্যামসাংয়ের এ বছরের স্লোগান হচ্ছে ‘এজ অব এক্সপেরিয়েন্স’। অর্থাৎ, হার্ডওয়্যার, সফটওয়্যার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে জীবনের সব ক্ষেত্রে সেরা ডিজিটাল অভিজ্ঞতা দিতে চায় তারা।

এবারের সিইএসে স্যামসাং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে। এদের মধ্যে রয়েছে ব্যালি ও জিইএমএস—জেমস।