ফেসবুক উদ্যোক্তাদের জন্য নতুন সুবিধা

স্মার্ট লজিস্টিক সেবার ঘোষণা দেন পেপারফ্লাই ও ই-ক্যাবের কর্মকর্তারা। ছবি: সংগৃহীত
স্মার্ট লজিস্টিক সেবার ঘোষণা দেন পেপারফ্লাই ও ই-ক্যাবের কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

ফেসবুকভিত্তিক উদ্যোক্তা বা ব্যবসায়ীদের জন্য ‘স্মার্ট লজিস্টিক’ সুবিধা আনার ঘোষণা দিয়েছে ই-কমার্স ব্যবসায় পণ্য বিলিকরণ প্রতিষ্ঠান পেপারফ্লাই। এর আওতায় ঢাকার ভেতরে ৪০ টাকায় উদ্যোক্তাদের জন্য ৫ কার্যদিবসে আর্থিক লেনদেনের সুবিধা, এক দিনে পণ্য বিলি, এক সপ্তাহের মধ্যে পণ্য ফেরত, বিনা মূল্যে স্মার্ট রিটার্ন, চেক সেবা এবং ওয়্যারহাউস ব্যবহারের সুযোগ থাকবে। 

সোমবার রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে নতুন সেবার ঘোষণা দেওয়া হয়। এফ কমার্স উদ্যোক্তাদের পণ্য সরবরাহ এবং পরিবেশনে স্মার্ট লজিস্টিক’ কাজে লাগবে বলে জানান পেপারফ্লাই কর্মকর্তারা।

পেপারফ্লাইয়ের প্রধান বিপণন কর্মকর্তা রাহাত আহমেদ বলেন, দেশজুড়ে এফ কমার্স উদ্যোক্তাদের সংখ্যা বাড়ছে। তাদের পণ্য ক্রেতাদের হাতে পৌঁছে দিতে কম খরচে ‘স্মার্ট লজিস্টিক’ সেবা চালু করা হচ্ছে। প্রায় এক লাখ উদ্যোক্তাদের লক্ষ্য করে নতুন সেবা চালু করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে যেকোনো ঠিকানায় ই-কমার্সের পণ্য পৌঁছে দিতে দেশের ৮০টি এলাকায় অফিস চালু করেছে পেপারফ্লাই।

অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে দেশে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো প্রতিদিন ৫৫ হাজার পণ্য বেচাকেনা করছে।