উদ্ভাবনের মাধ্যমে সামাজিক পরিবর্তনে টিইডিএক্স গুলশান

টিইডিএক্স গুলশানের বক্তব্য দেন তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতের শীর্ষ ব্যক্তিরা। ছবি: সংগৃহীত
টিইডিএক্স গুলশানের বক্তব্য দেন তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতের শীর্ষ ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

নানা উদ্ভাবনী প্রযুক্তি ও সেবার মাধ্যমে সামাজিক পরিবর্তন আনা সম্ভব। এ ক্ষেত্রে তরুণ উদ্যোক্তারা ভূমিকা রাখতে পারেন। সম্প্রতি ‘ইনোভেশন এনভেলিং সোশ্যাল চেঞ্জ’ স্লোগানে তরুণ উদ্যোক্তাদের অনুপ্রেরণা দিতে অনুষ্ঠিত হলো টিইডিএক্স গুলশান নামের একটি আয়োজন। রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ আয়োজনে দেশ ও বিদেশের বিভিন্ন বক্তা তাঁদের সফলতার গল্প ও উদ্যোক্তাদের নানা চ্যালেঞ্জের বিষয়গুলো তুলে ধরেন।

টিইডিএক্স গুলশান হলো টিইডিএক্সের আদলে তৈরি একটি প্ল্যাটফর্ম, যা সমাজের বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তাদের মধ্যে সেতুবন্ধ তৈরিতে কাজ করে। এ প্ল্যাটফর্মে সফল ব্যক্তিত্ব সফলতার গল্প ও ভাবনা অংশগ্রহণকারীদের মধ্যে ছড়িয়ে দিয়ে সামাজিক পরিবর্তন আনতে কাজ করেন।

টিইডিএক্স গুলশানে উপস্থিত ছিলেন ও প্ল্যাটফর্মের সভাপতি আশফাক জামান, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, ইউএন গ্লোবাল কমপ্যাক্ট বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট তামজিদ-উর রহমান, কাজী আইটির কান্ট্রি ডিরেক্টর জারা মাহাবুব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াসমিন হক, সহজের ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদির প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বিদেশ থেকে উপার্জিত টাকা দেশে আনার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা এবং এ খাতের সমস্যা সমাধান করে কীভাবে ফ্রিল্যান্সিংকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দেওয়া যেতে পারে, সালমান এফ রহমান সে বিষয়গুলো তুলে ধরেন।