ডিসপ্লেই যখন কি-বোর্ড

অ্যাপলের নতুন প্রযুক্তি। ছবি: অ্যাপলের সৌজন্যে
অ্যাপলের নতুন প্রযুক্তি। ছবি: অ্যাপলের সৌজন্যে

নতুন অল-ইন-ওয়ান কম্পিউটারের জন্য রীতিমতো উচ্চাভিলাষী নকশার পেটেন্ট স্বত্ব অনুমোদনের জন্য আবেদন করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। নকশায় দেখা যায় ডিসপ্লের একই কাচ বাঁকিয়ে কি-বোর্ড বানানো হয়েছে।

গত বছরের মে মাসে নকশাটি পেটেন্টের জন্য আবেদন জানানোর প্রক্রিয়া শুরু করে অ্যাপল। আবেদনে বলা হয়, কম্পিউটারটি আইম্যাকের মতো। তবে এতে কি-বোর্ড ইনপুট এবং ডিসপ্লে ইউনিট তলে যুক্ত করা হবে।

এর আগে বাঁকানো কাচের ব্যবহার অ্যাপলের অন্য কোনো পণ্যে করা হয়নি। এই নকশার মাধ্যমে আইম্যাক ভিন্ন মাত্রা পাবে বলে দাবি অ্যাপলের। শুধু পর্দা আর কম্পিউটার নয়, এর সঙ্গে কি-বোর্ড ও টাচপ্যাডও জুড়ে দেওয়া যাবে।

এদিকে নকশা অনুযায়ী কম্পিউটারটি তৈরি করা যাবে কি না, তা নিয়েও চলছে নানা আলোচনা। ব্যবহারের পর কি-বোর্ডটি ভাঁজ করে রাখা যাবে বলেও জানানো হয়।

দীর্ঘদিন ধরে প্রায় একই ধাঁচের ল্যাপটপ তৈরি করে আসা অ্যাপলের নতুন নকশার এই কাচের কম্পিউটারটি বাজারে কবে আসবে, তার অপেক্ষায় আছে প্রযুক্তিবিশ্ব। অবশ্য আদৌ আসবে কি না, তা নিয়েও রয়েছে সন্দেহ। সূত্র: দ্য ভার্জ