শিশু-কিশোরদের জন্য রোবো চ্যাম্প

রোবো চ্যাম্পের লোগো
রোবো চ্যাম্পের লোগো

শিশু-কিশোরদের রোবটিকসের ব্যবহার ও প্রয়োগ সম্পর্কে জানাতে বাংলাদেশ ইনোভেশন ফোরাম ২৮ মার্চ ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে দিনব্যাপী রোবটবিজ্ঞান (রোবটিকস) কর্মশালা এবং সকার রোবট প্রতিযোগিতা ‘রোবো চ্যাম্প-২০২০’–এর আয়োজন করেছে। এ আয়োজনে স্কুলপড়ুয়া প্রায় ৪০টি দল অংশ নেবে। প্রতি দলে ছয়জন করে প্রতিযোগী থাকবে। তিনটি গ্রুপ থেকে ছয়টি দলকে চ্যাম্পিয়ন, রানার্সআপ হিসেবে ঘোষণা করা হবে।

বাংলাদেশ ইনোভেশন ফোরামের আরিফুল হাসান বলেন, ‘শিশু–কিশোরদের মধ্যে রোবটিকস নিয়ে নতুন নতুন উদ্ভাবনকে উৎসাহিত করতে ৬৪ জেলায় এ রকম কর্মশালার আয়োজন করা হবে। এ আয়োজনে অংশ নিতে নির্দিষ্ট ওয়েবসাইটে (www.spacecampbd.com/robochamp) গিয়ে নিবন্ধন করতে হবে। বিজ্ঞপ্তি