ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে টেকবন্ড আইটি

টেকবন্ড আইটির উদ্বোধনী অনুষ্ঠানে এর উদ্যোক্তারা। ছবি: সংগৃহীত
টেকবন্ড আইটির উদ্বোধনী অনুষ্ঠানে এর উদ্যোক্তারা। ছবি: সংগৃহীত

দেশে ফ্রিল্যান্সিংয়ের জন্য তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনে আগ্রহীদের সংখ্যা বাড়ছে। ফ্রিল্যান্সিংয়ের উপযোগী তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয় প্রশিক্ষণ দিতে রাজধানীর কারওয়ান বাজারে যাত্রা শুরু করেছে টেকবন্ড আইটির ফ্রিল্যান্সিং ট্রেনিং ইনস্টিটিউট।

টেকবন্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্সের মতো বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিতে কাজ করবে টেকবন্ড। এখানে কাজ শেখার পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের সুযোগ থাকবে।

টেকবন্ডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. আতিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মো. রিমন সিদ্দীকিসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।