লিবরা আবার আসছে

ফেসবুক লিবরা
ফেসবুক লিবরা

নীতিনির্ধারকদের বাধার মুখে ভার্চ্যুয়াল মুদ্রা ‘লিবরা’ চালুর পরিকল্পনা পুনর্বিবেচনা করছে ফেসবুক। ব্লুমবার্গ ও দ্য ইনফরমেশনের প্রতিবেদনে আরও জানানো হয়েছে, বদলে ডলার ও ইউরোর মতো বিদ্যমান মুদ্রার ডিজিটাল সংস্করণ তৈরির সম্ভাব্যতা যাচাই করছে তারা।

দ্য লিবরা অ্যাসোসিয়েশন কাজ চালিয়ে যাবে, মানে নতুন পরিকল্পনায় লিবরাও থাকতে পারে। গত বছর জুনে লেনদেন সহজ করতে লিবরা চালুর ঘোষণা দেয় ফেসবুক। তবে দেশে দেশে নীতিনির্ধারকদের তোপের মুখে ভিসার মতো আরও কিছু প্রতিষ্ঠান পিছু হটে। তথ্যসূত্র: বিবিসি