পরিধেয় প্রযুক্তিপণ্যে অ্যাপল এগিয়ে

অ্যাপলের স্মার্টওয়াচের চাহিদা বাড়ছে। ছবি: রয়টার্স
অ্যাপলের স্মার্টওয়াচের চাহিদা বাড়ছে। ছবি: রয়টার্স

পরিধেয় প্রযুক্তির বাজারে অ্যাপলের আধিপত্য নতুন এক উচ্চতায় উঠেছে। পরিধানযোগ্য প্রযুক্তিপণ্যের সর্বশেষ বিশ্বব্যাপী ত্রৈমাসিক প্রতিবেদন অনুসারে, অ্যাপলের মোট ৪ কোটি ৩০ লাখ ৩০ হাজার পরিধেয় পণ্য বিক্রি হয়েছে। এ রকম পণ্যের বাজারের ৩১.৭ শতাংশ বর্তমানে অ্যাপলের দখলে রয়েছে।

পরিধেয় প্রযুক্তির বাজারে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনা প্রতিষ্ঠান শাওমি। ২০১৯ সালে মোট ৪ কোটি ১০ লাখ ৭০ হাজার পণ্য সরবরাহ করেছে কোম্পানিটি এবং ১২.৪ শতাংশ বাজার তাদের দখলে। আইডিসির প্রতিবেদন অনুযায়ী ২০১৯ সালের চতুর্থ প্রান্তিকে সংস্থাটি ১ কোটি ২ লাখ ৮০ হাজার পরিধেয় পণ্য সরবরাহ করেছে, যার মধ্যে ৯৪ লাখ ছিল কব্জিবন্ধ। পরের অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার স্যামসাং। প্রতিষ্ঠানটি ২০১৯ সালে মোট ৩ কোটি ৯ হাজার পরিধেয় পণ্য সরবরাহ করেছে।

২০১৯ সালে পরিধেয় প্রযুক্তিপণ্য সরবরাহের দিক থেকে চতুর্থ অবস্থানে ছিল হুয়াওয়ে। ৮.৩ শতাংশ বাজার হুয়াওয়ের দখলে রয়েছে। আর পঞ্চম স্থানে উঠে এসেছিল ফিটবিট। টানা দুবছর সরবরাহ হ্রাস পাওয়ার পর গত বছর প্রথমবারের মতো কোম্পানিটির পরিধানযোগ্য পণ্যের সরবরাহ বৃদ্ধি পায়।

সামগ্রিকভাবে বিশ্বব্যাপী পরিধেয় পণ্যের বাজার ২০১৯ সালের চতুর্থ প্রান্তিকে ৮২.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সূত্র: গেজেটস নাউ