মাইনক্র্যাফটে ভার্চ্যুয়াল লাইব্রেরি

মাইনক্রাফট
মাইনক্রাফট

স্বাভাবিক তথ্যপ্রবাহে বাধা দিয়ে নাগরিকদের কাছ থেকে তথ্য গোপন করে বিশ্বের অনেক দেশের সরকার। কোথাও ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়, আবার কোথাও কোথাও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে দেওয়া হয় না। আর তাই ভিডিও গেমের মাধ্যমে মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়ার কাজ করছে ‘রিপোর্টারস উইদাউট বর্ডারস’ নামের সংগঠন। সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কাজ করে সংগঠনটি।

জনপ্রিয় ভিডিও গেম মাইনক্র্যাফটে তৈরি ভার্চ্যুয়াল লাইব্রেরির সাহায্যে রাষ্ট্রীয় সেন্সরে বাদ পড়া নিবন্ধ এবং সংবাদকর্মীদের তথ্য তুলে ধরছে রিপোর্টারস উইদাউট বর্ডারস। দ্য আনসেন্সরড লাইব্রেরি নামের ভার্চ্যুয়াল লাইব্রেরিটি গত বৃহস্পতিবার উদ্বোধন করা হয়।

ব্লকের পর ব্লক সাজিয়ে কোনো কিছু তৈরির গেম হলো মাইনক্র্যাফট। ২০১৪ সালে ২৫০ কোটি ডলারে জনপ্রিয় ভিডিও গেম ‘মাইনক্রাফট’ কিনে নেয় মাইক্রোসফট। গত সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী মাসে প্রায় ১১ কোটি ২০ লাখ ব্যবহারকারী গেমটি খেলেন। ১ কোটি ২৫ লাখ ব্লক ব্যবহার করে ১৬টি দেশের ২৪ নকশাকার এটি তৈরি করেন। সূত্র: সিএনবিসি