কাজের টেবিল হোক নান্দনিক

অফিসের টেবিলে কেজো জিনিস রাখেন অনেকে। আবার কাজের জিনিস যদি গুছিয়ে না রাখেন, তাহলে টেবিল দেখাবে অপরিচ্ছন্ন। কাজের জায়গা তাই থাকতে হবে পরিপাটি। কিছু জিনিস দিয়ে নিজের কাজের টেবিল সুন্দর করতে পারেন। অনেক অফিসে হয়তো বাড়তি জিনিস রাখার নিয়ম না–ও থাকতে পারে। সে ক্ষেত্রে অফিসের নিয়ম মেনে চলাই বুদ্ধিমানের কাজ।

● টেবিলে রাখতে পারেন একটি সুন্দর মগ। কাজের ফাঁকে চা–কফিতে চুমুক দিয়ে চনমনে থাকতে পারবেন। 

● টেবিলে অনেকেই কাগজপত্র রাখেন ছড়িয়ে–ছিটিয়ে। তার পরিবর্তে সুন্দর ফাইলে ভরে রেখে দিতে পারেন টেবিলের এক কোণে। 

● ছোট একটি ডেস্ক ক্যালেন্ডার রাখতে পারেন। কাজের ক্ষেত্রে এটি খুব দরকারি। 

● রঙিন স্টিকি নোট (হালকা আঠাযুক্ত কাগজের টুকরা) প্যাড কিনে রাখুন। সপ্তাহের জরুরি কাজ বা মিটিং থাকলে সেগুলো এক লাইনে লিখে কম্পিউটার বা বোর্ডে লাগিয়ে রাখুন।

● নোটবুক কিনুন বাজার ঘুরে। রঙিন কাপড় বা লোকজ নকশার নানা ধরনের নোটবুক পাওয়া যায় স্টেশনারি দোকানগুলোতে, সেগুলো বেছে নিতে পারেন। 

● ছোট্ট কোনো মানিপ্ল্যান্ট রাখতে পারেন টেবিলের একদিকে। কিছু গাছ আছে আলো, বাতাস, পানি কম লাগে, সেগুলো কিনতে পারেন। 

● পানির পাত্র রাখলেও সেখানে আপনার রুচির পরিচয় দিন। 

● আপনার টেবিলের সামনে বা পেছনে যদি বোর্ড বা পার্টিশন থাকে, তাহলে সুন্দর পোস্টার সেঁটে রাখতে পারেন। সৃজনশীল অফিস এ ধরনের জিনিস রাখার জন্য বেশি উপযুক্ত। 

সূত্র: প্রিন্টারেস্ট ও ফুসতানি