নতুন গেম ভাইরাল প্যানিক

দেশি গেম নির্মাতা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ম্যাঙ্গো ‘ভাইরাল প্যানিক’ নামের একটি গেম উন্মুক্ত করেছে। এতে গেমারকে ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে হয়। গেম নির্মাতা প্রতিষ্ঠানের ভাষ্য, এ গেমের মাধ্যমে ছোঁয়াচে ভাইরাস থেকে নিজেকে রক্ষা করার পাশাপাশি ভাইরাসগুলো সম্পর্কে নানা তথ্যও জানা যাবে। ভাইরাস থেকে নিজেকে যত রক্ষা করা যাবে, ততই বাড়বে স্কোর।

ক্রিয়েটিভ ম্যাঙ্গোর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ সাল থেকে যাত্রা শুরু করা ক্রিয়েটিভ ম্যাঙ্গো এখন পর্যন্ত ১০টি অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের গেম তৈরি করেছে। বর্তমান প্রেক্ষাপটে ভাইরাল প্যানিক তৈরি করা হয়েছ। গেমটির পরবর্তী হালনাগাদ আনার কাজ চলছে। গেমটি ব্যবহারবান্ধব করার পাশাপাশি ভাইরাস–সম্পর্কিত তথ্য দিয়ে ব্যবহারকারীকে সচেতন করাই এর লক্ষ্য।


ক্রিয়েটিভ ম্যাঙ্গোর অন্যান্য গেমের মধ্যে রয়েছে পাইরেট শুটার, ট্যাপ ট্যাপ ফ্রগ, স্পেস স্ম্যাস প্রভৃতি। গুগল প্লেস্টোরে গেমটি (https://play.google.com/store/apps/details?id=com.creativemango.viralpanic&hl=en) পাওয়া যাবে।