নতুন আরেকটি উড়ুক্কু গাড়ি

উড়ুক্কু গাড়ি ‘টিএফ-এক্স’
উড়ুক্কু গাড়ি ‘টিএফ-এক্স’

এ গাড়ি রাস্তায় চলবে আবার দ্রুত গতিতে আকাশেও উড়বে। ‘ট্রানজিশন’ নামের উড়ুক্কু গাড়ির পর এবারে ‘টিএফ-এক্স’ নামে নতুন আরেকটি উড়ুক্কু গাড়ির নকশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান টেরাফুগিয়া।
এ গাড়ি রাস্তায় চলার পাশাপাশি প্রয়োজন বুঝে আকাশে উড়তেও সক্ষম হবে। সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইউএসএ টুডে।
ট্রানজিশন নামের উড়ুক্কু গাড়ি বাজার আনার ঘোষণা দিয়ে হইচই ফেলে দিয়েছিল যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের অ্যারো স্পেস ফার্ম টেরাফুগিয়া। দুই লাখ ৭৯ হাজার মার্কিন ডলার দামের উড়ুক্কু গাড়ি ২০১৫ সাল নাগাদ বাজারে আনবে প্রতিষ্ঠানটি। ট্রানজিশন এখনো বাজারে না ছাড়লেও নতুন মডেলের আরেকটি উড়ুক্কু গাড়ির নকশা উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।
টেরাফুগিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ গাড়ির মতো রাস্তায় চলবে আবার বিমানের মতোই আকাশে উড়তে পারবে টিএফ-এক্স। আকাশে ওড়ার সময় ট্রানজিশনের চেয়ে নতুন মডেলের এ গাড়ির গতি হবে বেশি। এর জন্য আলাদা রানওয়ের প্রয়োজন পড়বে না।
টেরাফুগিয়া ব্যবসা উন্নয়ন কর্মকর্তা রিচার্ড গার্স এ প্রসঙ্গে জানিয়েছেন, আমাদের ভবিষ্যতের লক্ষ্য প্রকাশের সময় এসেছে। টিএফ-এক্স ঘণ্টাপ্রতি ২০০ মাইল গতিতে আকাশে উড়তে সক্ষম হবে। এ গাড়ি চালানোর জন্য আলাদা করে বিমান চালনার প্রশিক্ষণ প্রয়োজন হবে না।
 গাড়ি চালানোর  ক্ষেত্রে সাধারণ গাড়ি চালানো আর কম্পিউটার চালানোর দক্ষতা থাকলেই চলবে। স্বয়ংক্রিয় পদ্ধতিতে গাড়িকে নির্দেশনা দিলে এটি নির্দিষ্ট দিকে চলতে শুরু করবে আর পুরো বিষয়টির নিয়ন্ত্রণে থাকবে গাড়ির কম্পিউটার। টিএফ-এক্স নামের এ উড়ুক্কু গাড়িটিতে ব্যবহূত হবে ইলেকট্রিক মোটর ও গ্যাসোলিন ইঞ্জিন।