উইকিমিডিয়া কমন্সের প্রশাসক হলেন নাহিদ

নাহিদ সুলতান
নাহিদ সুলতান

মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার সহ-প্রকল্প উইকিমিডিয়া কমন্সের প্রশাসক হলেন নাহিদ সুলতান। ইন্টারনেটে ছবির উন্মুক্ত ভান্ডার উইকিমিডিয়া কমন্সে ( http:// commons. wikimedia.org ) বর্তমানে রয়েছে ২১ কোটি ৩৬ লাখের বেশি ছবি। সম্প্রতি কমন্সের দ্বিতীয় বাংলাদেিশ প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাহিদ। আজ থেকে আনুষ্ঠানিকভাবে প্রশাসক হিসেবে কাজ শুরু করবেন তিনি। ২০১২ সাল থেকে উইকিপিডিয়া সম্পাদনা শুরু করেন নাহিদ। তিনি বাংলা উইকিপিডিয়ার প্রশাসক হিসেবেও কাজ করছেন। প্রশাসক হওয়ার আগে নাহিদ কমন্সের ওপেন সোর্স টিকিট রিকোয়েস্ট সিস্টেম (ওটিআরএস) দলের সদস্য ছিলেন। বাংলা উইকিপিডিয়াতে নাহিদের সম্পাদনার সংখ্যা ১৬ হাজারের বেশি। তিনি প্রথম আলোকে জানান, ‘এখন পর্যন্ত বাংলা উইকিপিডিয়ায় নিবন্ধ তৈরি করেছি পাঁচ শতাধিকের বেশি। সম্পাদনার পাশাপাশি প্রশাসনিক কাজকর্মই বেশি করে থাকি।’ উইকিমিডিয়া কমন্সে নাহিদের সম্পাদনা ১০ হাজারের বেশি। নিজে ছবি প্রকাশ করেছেন এক হাজারের বেশি । এই দুটি প্রকল্পের পাশাপাশি ইনকিউবেটরে বাংলা উইকিসংবাদ চালু করার জন্য কাজ করছেন তিনি। বর্তমানে ঢাকার ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসে (ইউআইটিএস) কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে পড়ছেন নাহিদ৷ তিনি বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের একজন সক্রিয় স্বেচ্ছাসেবক৷ নাহিদ বলেন, ‘আমার লক্ষ্য হলো, ইন্টারনেটে বাংলা ভাষার তথ্যকে আরও সহজলভ্য ও নির্ভুলভাবে উপস্থাপন করা। এ ছাড়া কমন্সের প্রশাসক হিসেবে, বাংলা বিভিন্ন উইকি প্রকল্পগুলোর সঙ্গে কমন্সের সংযোগ স্থাপন করা এবং বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন বিষয়ের ওপর কমন্সের গ্যালারি সমৃদ্ধ করার ইচ্ছে আছে।’ প্রসঙ্গত, উন্মুক্ত এ ছবির ভান্ডারে যে কেউ ছবি প্রকাশ করতে পারেন। —নুরুন্নবী চৌধুরী