এবার আসছে স্মার্ট কলম

বিশেষ প্রযুক্তির স্মার্ট কলম
বিশেষ প্রযুক্তির স্মার্ট কলম

জার্মানির একজন উদ্ভাবক একটি স্মার্ট কলম উদ্ভাবন করেছেন। এই কলম দিয়ে লেখার সময় বানান ভুল হলে কলমটি সঙ্গে সঙ্গে সতর্ক করবে। লার্নশিফট নামের এই স্মার্ট কলমে শুধু কালিই নয়, রয়েছে ব্যাটারিচালিত একটি লিনাক্স কম্পিউটার এবং বেশ কয়েকটি সেন্সর। ভুল বানান লিখলেই কলমে এক ধরনের কম্পনের (ভাইব্রেশন) সৃষ্টি হয়। তখন এর ব্যবহারকারী বুঝতে পারে যে বানান ভুল হচ্ছে।
জার্মান এই উদ্ভাবকের নাম হচ্ছে ফক ওলস্কি। তাঁকে কলম তৈরিতে সহায়তা করেছেন লার্নশিফটের সহ-প্রতিষ্ঠাতা ড্যানিয়েল কায়েসমাশার। তিনি জানান, মূলত এই কলমে দুটি মুড রয়েছে। একটি হচ্ছে ক্যালিগ্রাফি মুড, যা কলম দিয়ে লেখা প্রতিটি অক্ষরকে ঠিক করে দেবে। অপরটি হচ্ছে অর্থোগ্রাফি মুড, যা ভুল বানান লেখা হলেই কলমটি কাঁপতে থাকবে। কায়েসমাশার জানান, প্রথমে যে কলমগুলো তৈরি করা হয়েছে, সেগুলো শুধু ইংরেজি ও জার্মান ভাষার ভুলগুলো ধরতে পারে। পরে যেসব কলম তৈরি করা হবে, সেগুলো মোটামুটি সব ভাষার ভুল ধরতে পারবে। স্কুলের পড়াশোনা ও বাড়ির কাজ করতে গিয়ে ছেলের কষ্ট দেখে ক্রমেই হতাশ হয়ে পড়ছিলেন ফক ওলস্কির স্ত্রী। ছেলে বাড়ির কাজ করতে গিয়ে প্রায়ই বানান ভুল করত। তা দেখে ওলস্কি সিদ্ধান্ত নিলেন এমন একটি কলম তৈরির। ওলস্কি মনে করছেন, ডিসলেক্সিক শিশুদের লেখার কাজে এই স্মার্ট পেন খুব কাজে আসবে। —সিএনএন অবলম্বনে রোকেয়া রহমান