ইন্টারনেট এক্সপ্লোরারের নাম বদলাচ্ছে

ইন্টারনেট এক্সপ্লোরার
ইন্টারনেট এক্সপ্লোরার

মাইক্রোসফটের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরারের নাম পরিবর্তনের পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। সম্প্রতি সোশ্যাল নেটওয়ার্কিং ভিত্তিক রেডিট ওয়েবসাইটে মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার বিভাগের কর্মকর্তারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্রাউজারের নাম জানতে চান। সেখানে এক প্রশ্নের উত্তরে ইন্টারনেট এক্সপ্লোরারের নাম পরিবর্তনের বিষয়টি আসন্ন বলেই জানান মাইক্রোসফটের কর্মকর্তারা। এক খবরে সিএনএন এ তথ্য জানিয়েছে।

মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে, মাইক্রোসফটের ওয়েব ব্রাউজারের নাম পরিবর্তনের বিষয়টি অভ্যন্তরীণভাবে আলোচনা হয়েছে। এ বিষয়ে অনেক নতুন ধারণা নিয়ে কাজ চলছে। ইন্টারনেট এক্সপ্লোরার সম্পর্কে মানুষের নেতিবাচক ধারণা পরিবর্তন করতে আমরা কাজ করছি।