
এক দশক পূর্ণ করল উইকিমিডিয়া কমন্স। মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার পরিচালনাকারী সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশনের উন্মুক্ত ছবি সংরক্ষণ প্রকল্প উইকিমিডিয়া কমন্স ২০০৪ সালের ৭ সেপ্টেম্বর চালু হয়। বর্তমানে এ ওয়েবসাইটে দুই কোটি দুই লাখ ছবি রয়েছে। স্বেচ্ছাসেবার ভিত্তিতে উন্মুক্ত লাইসেন্সে উইকিমিডিয়া কমন্সে ছবি প্রকাশ করা হয়। এক দশক পূর্তি উপলক্ষে উইকিমিডিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লিলা ত্রিতিকোভ বলেন, এ সংগ্রহশালায় স্বেচ্ছাসেবকেরা উন্মুক্ত লাইসেন্সের আওতায় ছবি দিয়েছেন।
উইকিমিডিয়া কমন্স গত ১০ বছরে ছবি নিয়েও একাধিক প্রতিযোগিতার আয়োজন করেছে। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে ‘উইকি লাভস মনুমেন্টস’। সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আলোকচিত্রের প্রতিযোগিতা হিসেবে উইকি লাভস মনুমেন্টস পেয়েছে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি। এ ছাড়াও রয়েছে গ্যালারি, লাইব্রেরি, আর্কাইভ এবং জাদুঘর (জিএলএএম) বিষয়ক উদ্যোগ, যার মাধ্যমে এ সংশ্লিষ্ট নানা বিষয় উইকিমিডিয়া কমন্সে যোগ করা হয়।
২০০৪ সালের মার্চে প্রথম উইকিমিডিয়া কমন্স চালুর প্রস্তাব দেন উইকিপিডিয়ার সক্রিয় স্বেচ্ছাসেবক এরিক মোয়েলার। এ উদ্যোগ সে বছরই বাস্তবায়ন করা হয়। বর্তমানে এরিক মোয়েলার উইকিমিডিয়া ফাউন্ডেশনের উপপরিচালক এবং প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন।
উইকিমিডিয়া কমন্সে যে কেউ ছবি দিতে পারেন (http://commons.wikimedia.org) নির্দিষ্ট উন্মুক্ত লাইসেন্সে দেওয়া এসব ছবি যে কেউ বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়া ব্যবহার করতে পারেন। তবে ছবি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সূত্র উল্লেখ করতে হবে।
—উইকিমিডিয়া ফাউন্ডেশন অবলম্বনে নুরুন্নবী চৌধুরী