ঢাকায় নভেম্বরে জাতীয় মোবাইল হ্যাকাথন

জাতীয় মোবাইল হ্যাকাথন শুরু হচ্ছে নভেম্বরে
জাতীয় মোবাইল হ্যাকাথন শুরু হচ্ছে নভেম্বরে

প্রোগ্রামার ও অ্যাপ নির্মাতাদের নিয়ে নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাতীয় মোবাইল হ্যাকাথন’। মোবাইল প্রযুক্তির মাধ্যমে সড়ক, নৌদুর্ঘটনা, মাতৃস্বাস্থ্য, শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সমস্যার উদ্ভাবনী সমাধান খুঁজতে এই হ্যাকাথন অনুষ্ঠিত হবে। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর আয়োজক। 
এই হ্যাকাথন বাস্তবায়নে কাজ করছে অ্যাপস নির্মাতাপ্রতিষ্ঠান এমসিসি লিমিটেড ও ইএটিএলস। সহযোগিতায় রয়েছে বেসিস, সিম্ফনি, গ্রামীণফোন, রবি, টেলিটক, সোলকোয়েস্ট ও গুগল ডেভেলপার গ্রুপ।
আয়োজকেরা জানিয়েছেন, জাতীয় মোবাইল হ্যাকাথনে এক হাজারেরও বেশি প্রোগ্রামার, ফ্রিল্যান্সার, শিক্ষার্থী ও অ্যাপ নির্মাতা অংশ নেবেন বলেই তাঁরা আশা করছেন। এরই মধ্যে এই হ্যাকাথনে অংশগ্রহণের জন্য নিবন্ধন-প্রক্রিয়া শুরু হয়েছে। নিবন্ধন করা যাবে ১৫ অক্টোবর পর্যন্ত। 
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সফটওয়্যার ডেভেলপার ও প্রোগ্রামাররা দলগত কিংবা ব্যক্তি হিসেবেও এ প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। এ ছাড়া অ্যাপ ডিজাইনারাও এই হ্যাকাথনে অংশগ্রহণ করতে পারবেন। ‘জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচির আওতায় দেশজুড়ে তৃণমূল পর্যায়ে মোবাইল অ্যাপবিষয়ক কারিগরি প্রশিক্ষণপ্রাপ্তরাও এতে অংশ নিতে পারবেন। 
আয়োজকেরা আরও জানিয়েছেন, হ্যাকাথনে অংশগ্রহণকারীরা ৩৬ ঘণ্টাব্যাপী প্রোগ্রামিংয়ের মাধ্যমে বিভিন্ন সলিউশনের প্রোটোটাইপ (নমুনা সমাধান) তৈরি করবেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে কাজ করবেন। এ প্রতিযোগিতায় ৩০ জন প্রযুক্তি বিশেষজ্ঞ প্রতিযোগিতার মূল্যায়নের দায়িত্বে থাকবেন। বিজয়ী ১০ জন পাবেন আকর্ষণীয় পুরস্কার। এ ছাড়া তাঁদের প্রকল্পগুলো পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সহযোগিতা করবে।

প্রসঙ্গত, বিশ্বজুড়ে হ্যাকাথন ম্যারাথন কোডিং ইভেন্ট হিসেবে পরিচিত। হ্যাকাথনে ডেভেলপারদের দক্ষতা দেখানোর সুযোগ তৈরি হয়। আগ্রহীদের নিবন্ধনের জন্য যেতে হবে এই লিংকটিতে http://www.nationalappsbd.com