নারীদের জন্য মুক্ত সফটওয়্যার বৃত্তি

জিনোম ফাউন্ডেশনের উদ্যোগে মুক্ত সফটওয়্যার প্রকল্পের আওতায় কারিগরি বিষয়ে আগ্রহী স্বেচ্ছাসেবক নারীদের শিক্ষানবিশ বা ইন্টার্নশিপ বৃত্তি দেওয়া হচ্ছে। এ উদ্যোগের অন্যতম সহযোগী উন্মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া পরিচালনাকারী সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশন। মূলত ‘ফ্রি অ্যান্ড ওপেন সোর্স সফটওয়্যার আউটরিচ প্রোগ্রাম ফর ওমেন’ শীর্ষক এ উদ্যোগে প্রোগ্রামার এবং কারিগরি কাজে আগ্রহী নারীদের বিশেষ সুযোগ দেওয়া হয়। এতে নির্দিষ্ট সময়ের মধ্যে বিশেষ বৃত্তির আওতায় শিক্ষানবিশের জন্য নির্বাচিতরা একটি নিদিষ্ট মুক্ত সফটওয়্যার উন্নয়নে কাজ করে থাকেন। এ কাজে নির্বাচিত ব্যক্তিদের সাড়ে পাঁচ হাজার ডলার অর্থমূল্যের বৃত্তি দেওয়া হবে। ২০১০ সালের ডিসেম্বরে শুরু হওয়া এ উদ্যোগের বর্তমানে নবম পর্ব চলছে। শিক্ষানবিশের বৃত্তি পাওয়ারা চার মাসের জন্য নির্বাচিত হন। এ সময়ে উইকিমিডিয়া ফাউন্ডেশনের বিভিন্ন কারিগরি প্রকল্পেও যুক্ত হয়ে কাজ করার সুযোগ দেওয়া হয়।
এ প্রকল্পে উইকিমিডিয়া ফাউন্ডেশন ছাড়াও মজিলা, ফেডোরা, লিনাক্স, ওউন ক্লাউডসহ একাধিক সংগঠন যুক্ত রয়েছে। চলতি পর্বের নির্বাচিতরা এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ পর্যন্ত নির্দিষ্ট একটি প্রকল্প নিয়ে কাজ করবেন। এ ইন্টার্নশিপে আগ্রহী যে কেউ আবেদন করতে পারবেন। চলতি পর্বের আবেদনের শেষ তারিখ ২২ অক্টোবর। ইতিমধ্যে আগের পর্বের নির্বাচিতরা নিজেদের বিভিন্ন প্রকল্পে কাজ করার পাশাপাশি কাজ করেছেন গুগলের ‘সামার অব কোড’ শীর্ষক প্রতিযোগিতায়। বিস্তারিত: http://goo.gl/f1JLZM
—জিনোম ফাউন্ডেশন ও উইকিমিডিয়া ব্লগ অবলম্বনে নুরুন্নবী চৌধুরী