কক্সবাজারে বিডিনগের সম্মেলন শুরু

বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) আয়োজনে কক্সবাজারে শুরু হয়েছে পাঁচ দিনের বিডিনগ-২ আন্তর্জাতিক সম্মেলন ও কর্মশালা। গত সোমবার লং বিচ হোটেলে এ সম্মেলনের উদ্বোধন করেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, বাংলাদেশে তথ্যপ্রযুক্তিভিত্তিক কার্যক্রম ধীরে ধীরে বাড়ছে। ফলে তথ্যপ্রযুক্তির প্রশিক্ষণও এগিয়ে চলছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ আরও বাড়াতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য মো. আখতার হোসেন, বিডিনগ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সুমন আহমেদ, বিডিনগের সভাপতি নুরুল ইসলাম প্রমুখ।
নুরুল ইসলাম জানান, বিডিনগ প্রতিবছর দুটি সম্মেলনের আয়োজন করবে। আগামী বছর বিডিনগ-৩ ও বিডিনগ-৪ সম্মেলন হবে ঢাকা ও সিলেটে। এ সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে, বিডিনগ সদস্যদের নিজেদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, নেটওয়ার্ক পরিচালনার জন্য গবেষণা করা, তথ্যপ্রযুক্তি খাতের স্থানীয় মেধাবীদের আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা ও বাংলাদেশের জন্য আরও ভালো ইন্টারনেটের ব্যবস্থা রাখার ব্যাপারে সহায়তা করা।
এ আয়োজনে আজ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত থাকছে একাধিক কারিগরি কর্মশালা। দেশীয় বিশেষজ্ঞদের সঙ্গে এপনিকের বিশেষজ্ঞরা কর্মশালা পরিচালনা করবেন। বিডিনগ-২-এর পৃষ্ঠপোষকতায় ডায়মন্ড স্পনসর এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপনিক), বিডি হাব লিমিটেড, ফাইবার অ্যাট হোম, ট্রান্স-ইউরোশিয়া ইনফরমেশন নেটওয়ার্ক (টিইআইএন), লিংক থ্রি, ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (আইসিএএনএন), ইন্টারনেট সোসাইটি এবং গুগল। সম্মেলনের গণমাধ্যম সহযোগী মাসিক সি-নিউজ। বিডিনগ ২০১৩ সালের ১ অক্টোবর থেকে একটি অলাভজনক সংগঠন হিসেবে কার্যক্রম শুরু করে। —বিজ্ঞপ্তি