উইকিপিডিয়া নিয়ে ঢাকায় কর্মশালা অনুষ্ঠিত

ঢাকার স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এসইউবি) ইন্টারনেটে মুক্ত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়া নিয়ে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নলেজ অ্যান্ড নেটওয়ার্কিং ক্লাবের উদ্যোগে এবং উইকিমিডিয়া বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মশালায় শিক্ষার্থীরা অংশ নেন। উইকিপিডিয়ার ব্যবহার ও তথ্য নিবন্ধন সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতন করতেই এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় স্বেচ্ছাসেবক হিসেবে উইকিপিডিয়াকে সমৃদ্ধ করা, নিবন্ধ সম্পাদনা, ছবি যোগ করা এবং এ কার্যক্রমে যুক্ত হওয়ার নানা বিষয় নিয়ে আলোচনা করেন বাংলা উইকিপিডিয়ার প্রশাসক নাহিদ সুলতান, উইকিমিডিয়া বাংলাদেশ চ্যাপ্টারের কোষাধ্যক্ষ আলী হায়দার খান, নির্বাহী সদস্য তানভির মোর্শেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দূত জাহিদ হোসাইন খান।
পরবর্তীতে এ ধরনের আয়োজন নিয়মিত করা হবে বলে জানিয়েছেন এসইউবির সাংবাদিকতা, যোগাযোগ এবং মিডিয়া স্টাডিজ বিভাগের উপদেষ্টা রোবায়েত ফেরদৌস। কর্মশালায় উপস্থিত ছিলেন এসইউবির শিক্ষক শেখ জিনাত শারমিন, সজীব সরকার ও নূরে মাকবুল। —বিজ্ঞপ্তি