ইরাসমাস পুরস্কার জিতল উইকিপিডিয়া ও উইকিমিডিয়া

.
.

ইউরোপের অন্যতম সম্মানজনক ‘ইরাসমাস পুরস্কার ২০১৫’ পেয়েছেন মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া এবং উইকিমিডিয়া কার্যক্রমের সঙ্গে জড়িত স্বেচ্ছাসেবকেরা। নেদারল্যান্ডসের দ্য প্রিমিয়াম ইরাসমিয়ানাম ফাউন্ডেশন সম্প্রতি এ পুরস্কারের জন্য উইকিপিডিয়ার নাম ঘোষণা করে। প্রতিবছর মূলত সংস্কৃতি, সমাজ ইত্যাদি ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে দেওয়া হয় এই পুরস্কার। পুরস্কারের মূল্যমান ১ লাখ ৫০ হাজার ইউরো (বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকা)। ১৫ জানুয়ারি উইকিপিডিয়ার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনেই চলতি বছরের বিজয়ী হিসেবে উইকিপিডিয়া ও উইকিমিডিয়া কমিউনিটির নাম ঘোষণা দেওয়া হয়।

দ্য প্রিমিয়াম ইরাসমিয়ানামের পক্ষ থেকে বলা হয়, মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া সারা বিশ্বে নানা ভাষায় তথ্য পাওয়ার দারুণ এক সুবিধা দিয়ে যাচ্ছে এবং পুরো কাজটির সঙ্গে জড়িত সক্রিয় স্বেচ্ছাসেবকেরা (উইকিপিডিয়ান)। এটি এমন এক উন্মুক্ত মাধ্যম যা যে কেউ চাইলেই ব্যবহার করতে পারেন। আমরা এ পুরস্কার প্রদানের মাধ্যমে তাঁদের আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে চাই।
পুরস্কার পাওয়ার ব্যাপারে উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস এক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি খুবই সম্মানিত বোধ করছি যে সম্মানজনক এ পুরস্কারটির জন্য উইকিপিডিয়া নির্বাচিত হয়েছে। পাশাপাশি উইকিপিডিয়ার সঙ্গে জড়িত বিশাল একটি কমিউনিটিও এর মাধ্যমে একটি স্বীকৃতি পেল।’
উইকিপিডিয়া পরিচালনাকারী অলাভজনক সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জেন-বার্ট ডি ব্রিডি বলেন, ১৪ বছরে পা দেওয়ার শুরুতেই এমন একটি সম্মানজনক পুরস্কার অর্জন দারুণ এক উপহার। পুরস্কারের অর্থ কমিউনিটির সদস্যদের আরও সক্রিয় করার ক্ষেত্রে উইকিমিডিয়া ফাউন্ডেশনের ‘ইন্ডিভিজ্যুয়াল অ্যাঙ্গেজমেন্ট কমিটির (আইইজি) মাধ্যমে নির্বাচিত সদস্যদের দেওয়া হবে। বিস্তারিত: http://bit.ly/1KTlDJL ।—উইকিমিডিয়া ব্লগ অবলম্বনে নুরুন্নবী চৌধুরী