ঢাকায় উইকিপিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস

জিমি ওয়েলস
জিমি ওয়েলস

ঢাকায় পৌঁছেছেন উইকিপিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস। ইন্টারনেটে মুক্ত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়ার এক দশক পূর্তি উপলক্ষে উইকিমিডিয়া বাংলাদেশ ও গ্রামীণফোন আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন তিনি। জিমি ওয়েলসের এটাই প্রথম বাংলাদেশ সফর। বাংলা উইকিপিডিয়ার এক দশক পূর্তি অনুষ্ঠানে উইকিপিডিয়া প্রসঙ্গে কি-নোট উপস্থাপন করবেন তিনি।
খুব সংক্ষিপ্ত সময়ের জন্য বাংলাদেশে এসেছেন উইকিপিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা। এখানে তিনি উইকিপিডিয়া প্রসঙ্গে কি-নোট উপস্থাপন ছাড়াও একটি প্যানেল আলোচনায় অংশ নেবেন। তিনি বাংলা উইকিপিডিয়ার নিবন্ধ লেখক ও সাংবাদিকদের সঙ্গেও কথা বলবেন।
একই দিনে আয়োজিত অনুষ্ঠানে ১০ বছর পূর্তি উপলক্ষে সারা দেশে আয়োজিত উইকিপিডিয়া সম্পাদক সমাবেশের সেরা উইকিপিডিয়া স্বেচ্ছাসেবকদের পুরস্কৃত করা হবে। যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজক উইকিপিডিয়া পরিচালনাকারী সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশনের স্থানীয় শাখা উইকিমিডিয়া বাংলাদেশ ও গ্রামীণফোন।