বর্ষসেরা ছবির তালিকা প্রকাশ করল উইকিমিডিয়া কমন্স

উইকিমিডিয়া কমন্সের বর্ষসেরা ছবি এটি
উইকিমিডিয়া কমন্সের বর্ষসেরা ছবি এটি

মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার সহ-প্রকল্প উন্মুক্ত ছবির ভান্ডার উইকিমিডিয়া কমন্স গত সপ্তাহে বর্ষসেরা ছবির ফলাফল ঘোষণা করেছে। ‘পিকচার অব দ্য ২০১৪’ প্রতিযোগিতায় প্রথম স্থানে আছে ইকুয়েডরের রাসাভিয়ার তোলা দুটি প্রজাপতি এবং তিনটি কচ্ছপের ছবি (http://bit.ly/1NeKN40)। ছবিটি ভিয়েতনামিজ ভাষার উইকিপিডিয়ায় ‘বিশেষ’ হিসেবে স্থান পেয়েছে। দ্বিতীয় স্থানে আছে ক্রিস্টোফার মিসেলের তোলা অ্যান্টার্কটিকার পেঙ্গুইনের উড়ন্ত ছবি (http://bit.ly/19IBsne) এবং তৃতীয় হয়েছে সুইজারল্যান্ডের রেলফ্যানের তোলা চিলির এক পাহাড়ি রেলপথে তোলা একটি রেলগাড়ির ছবি (http://bit.ly/19kaxyk)।
সব মিলিয়ে বিভিন্ন বিভাগের ১২টি ছবি (http://bit.ly/1BLFD8T) বিচারকদের রায়ে নির্বাচিত হয়েছে, এগুলো দিয়ে উইকিমিডিয়া ২০১৬ সালের বর্ষপঞ্জি করা হবে। চলতি বছর নবমবারের মতো এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।
বর্তমানে উইকিমিডিয়া কমন্সে ছবি রয়েছে ২ কোটি ৫০ লাখের বেশি। যেখানে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন ছবি। যে কেউ মুক্ত লাইসেন্সের আওতায় এখানে ছবি জমা দিতে পারেন।
উইকিমিডিয়া কমন্স অবলম্বনে নুরুন্নবী চৌধুরী