গায়ের গন্ধে আনন্দের বার্তা

সুখ সংক্রামক। মানুষ পরস্পরের গায়ের গন্ধের মাধ্যমে আনন্দের বার্তা পায়। নেদারল্যান্ডসের ইউট্রেখ্ট ইউনিভার্সিটির একদল গবেষক এ কথা জানিয়েছেন। সাইকোলজিক্যাল সায়েন্স সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, মনের খারাপ অবস্থার পাশাপাশি ভালো অবস্থা বা সুখের ব্যাপারটিও শরীর থেকে নির্গত গন্ধের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে যেতে পারে। সুখ একজন মানুষের বিভিন্ন রকমের উপকার করে-হৃদ্যন্ত্র, স্নায়ুতন্ত্র ও রোগ প্রতিরোধব্যবস্থা রক্ষার পাশাপাশি সৃজনশীল বিভিন্ন ভাবনার অনুপ্রেরণা জোগায়। মানুষ সামাজিক প্রজাতি এবং তাদের রয়েছে ইতিবাচক বিভিন্ন প্রতিক্রিয়া বিনিময়ের সামর্থ্য। দৃষ্টি, শ্রবণ ও স্পর্শের সামর্থ্যের পাশাপাশি তারা ঘ্রাণশক্তির মাধ্যমেও এসব প্রতিক্রিয়া বিনিময় করতে পারে। তবে মানুষ ছাড়া অন্য প্রাণীর মধ্যেও এ ধরনের সামর্থ্য থাকতে পারে বলে বিজ্ঞানীদের কেউ কেউ মনে করেন। টেলিগ্রাফ।