আউটসোর্সিং শেখাতে বিসিসির উদ্যোগ

আউটসোর্সিং শেখাতে বিসিসি ও ক্রিয়েটিভ আইটির সঙ্গে চুক্তি সই
আউটসোর্সিং শেখাতে বিসিসি ও ক্রিয়েটিভ আইটির সঙ্গে চুক্তি সই

আউটসোর্সিং কাজ ও অনলাইন থেকে আয় করার পদ্ধতি শেখাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। আউটসোর্সিং প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে বিসিসির শিক্ষার্থীদের কম্পিউটার গ্রাফিক ডিজাইন এবং এসইওর উপর পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদান করবে। এ জন্য আউটসোর্সিং প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আইটির সঙ্গে একটি চুক্তি সই করেছে বিবিসি। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সচিব মিজানুর রহমান এবং ক্রিয়েটিভ আইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মনির হোসেন। বিসিসির ওয়েবসাইট থেকে এই আউটসোর্সিং কোর্স করার জন্য নিবন্ধন করা যাবে।