পরিপূর্ণতায় আত্মকেন্দ্রিক?

সব কাজে নিখুঁত পরিপূর্ণতা খুঁজছেন? এই প্রবণতার নেতিবাচক দিকও রয়েছে। নতুন এক গবেষণায় বলা হচ্ছে, এ রকম চারিত্রিক বৈশিষ্ট্যের মানুষেরা আত্মকেন্দ্রিক, সমাজবিরোধী এবং আগ্রাসী রসবোধের অধিকারী হয়ে থাকেন। যুক্তরাজ্যের কেন্ট বিশ্ববিদ্যালয়ের একদল মনোবিজ্ঞানীর ওই গবেষণা প্রতিবেদন স্প্রিংগার্স জার্নাল অব সাইকোপ্যাথলজি অ্যান্ড বিহেভিয়ারাল অ্যাসেসমেন্ট সাময়িকীতে প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট গবেষক জোয়াখিম স্টয়েবার বলেন, আত্মকেন্দ্রিক পরিপূর্ণতাকামীরা নিজেদের মধ্যে অতি উচ্চমানের ব্যক্তিগত গুণাবলি আশা করেন। তাঁরা সবকিছুতে নিখুঁত হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেন এবং ভুল হলে নিজেদের নিয়ে চরম হতাশ হন। অন্যদের কাছ থেকেও তাঁরা সব বিষয়ে পরিপূর্ণতা আশা করেন এবং ব্যতিক্রম হলে কঠোর সমালোচনায় মেতে ওঠেন। আইএএনএস।