সারাইখানা

আমার স্যামসাং নোটথ্রি দিয়ে গেম খেললে এবং ইন্টারনেট ব্যবহার করলে খুব গরম হয়। কারণটা কী? এর কি কোনো প্রতিকার আছে?
জনি চাকমা
সমাধান: সাধারণত সব স্মার্টফোনই অনেকক্ষণ ব্যবহার করলে গরম হয়ে যায়। তবে আপনারটি যদি তুলনামূলকভাবে বেশি গরম হয়ে থাকে, সে ক্ষেত্রে সার্ভিস সেন্টারে দেখাতে হবে।

আমার অ্যান্ড্রয়েড ফোনে ব্লুটুথ এবং শেয়ার-ইটে কাউকে পাচ্ছি না। কেউ আমাকেও পাচ্ছে না। আমার ফোন রুট করা আছে। কী করব?
তাসনিম উমাইর
সমাধান: ফোন রুট করলে অনেক সময় এ ধরনের সমস্যা দেখা দেয়। ফোনটি ফ্ল্যাশ করে দেখতে পারেন, যদি কাজ না হয়, সে ক্ষেত্রে হার্ডওয়্যারে সমস্যা থাকতে পারে। ভালো কোনো সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন।

ওয়ালটন প্রিমো আরএম ভিএস এনএক্স-২-এর ব্যাটারি কি সবচেয়ে বেশিক্ষণ একটানা চলতে পারে?
আমি হিমু নই
সমাধান: প্রিমো আরএম এবং এনএক্স-২ স্মার্টফোনে একই মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তবে প্রিমো আরএম-এ হাই ডেনসিটি ব্যবহার করা হয়েছে, যে কারণে এর কার্যক্ষমতা তুলনামূলকভাবে ভালো।

মোবাইল ফোন থেকে মেসেজ পাঠানোর পর দেখা গেল ওটি ভুল নম্বরে চলে গেছে। সে ক্ষেত্রে আমি আমার মোবাইল ফোনের মাধ্যমে ভুল নম্বরে যাওয়া মেসেজটি মুছে ফেলতে (ডিলিট) পারব? আমি সিম্ফনি ডব্লিউ-৬৮ ব্যবহার করি।
জিয়া উদ্দিন
সমাধান: এটি কোনো ফোন থেকেই সম্ভব নয়।

পরামর্শ দিয়েছেন—মো. কামাল হোসেন, স্বত্বাধিকারী, সাইমপ্লাস

(এবারের সারাইখানার প্রশ্নগুলো প্রজন্ম ডটকমের ফেসবুক পেজ থেকে নেওয়া হয়েছে। তাই প্রশ্নকারীদের ফেসবুক প্রোফাইলের নাম রাখা হয়েছে)
সারাইখানায় প্রশ্ন পাঠানোর ঠিকানা: সারাইখানা, প্রজন্ম ডটকম
প্রথম আলো, সিএ ভবন ১০০ কাজী নজরুল ইসলাম, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫
ই-মেইল: [email protected]
ফেসবুক: www.facebook.com/ProjonmoDotCom