তিমি সংরক্ষণের উপায়

ব্রাইডস হোয়েল
ব্রাইডস হোয়েল

ব্রাইডস হোয়েল নামে পরিচিত তিমি সংরক্ষণের উপায় খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা ধাঁধার মধ্যে পড়েন। ৫০ ফুট লম্বা তিমিটির জিনগত একক বৈশিষ্ট্য সম্প্রতি উদ্ঘাটন করা হয়েছে। এতে হয়তো সেই রহস্যের সমাধান হবে এবং প্রাণীটি সংরক্ষণের সঠিক পথ মিলবে। বন্য প্রাণী সংরক্ষণ সমিতির গবেষকেরা এত দিন ধারণা করতেন, জাহাজের ধাক্কার কারণে তিমিটির প্রজাতি ধ্বংস হচ্ছে। আটলান্টিক, প্রশান্ত ও ভারত মহাসাগরের ক্রান্তীয় ও উষ্ণ তাপমাত্রা অঞ্চলে ব্রাইডস হোয়েলের আবাস। যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ফ্রান্সিন ক্র্যাশো ও তাঁর সহযোগীরা ওমান, মালদ্বীপ ও বাংলাদেশের সমুদ্রসীমা থেকে ৫৬টি তিমির ডিএনএ নমুনা সংগ্রহ করেন এবং জিনগত তথ্যের বিস্তারিত উদ্ঘাটন করেন। ডিসকভরি নিউজ।