উইকিমিডিয়া ফাউন্ডেশনের নতুন চেয়ারম্যান প্যাট্রিসিয়ো

প্রশ্নোত্তর পর্বে  উইকিমিডিয়ার  নতুন বোর্ডের  সদস্যরা
প্রশ্নোত্তর পর্বে উইকিমিডিয়ার নতুন বোর্ডের সদস্যরা

মেক্সিকো সিটির হিল্টন মেক্সিকো সিটি রিফর্মাতে চলছে উন্মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার তিন দিনের বার্ষিক এ সম্মেলন ‘উইকিম্যানিয়া ২০১৫’ সম্মেলন। গত শুক্রবার শুরু হওয়া এ সম্মেলনের দ্বিতীয় দিন গতকাল শনিবার উইকিপিডিয়া পরিচালনাকারী সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়। নতুন চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন উইকিপিডিয়া কার্যক্রমে জড়িত থাকা প্যাট্রিসিয়ো লরেন্ট ও ভাইস চেয়ারম্যান হিসেবে অ্যালিস ওয়েগেন্ডের নাম ঘোষণা করা হয়।

নতুন দায়িত্ব পাওয়া প্যাট্রিসিয়ো লরেন্ট প্রথম আলোকে বলেন, নতুন দায়িত্ব সব সময় চ্যালেঞ্জের। দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আশা করছি, উইকিপিডিয়ার জন্য দারুণ কিছু করতে পারব। পরে উইকিমিডিয়া ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে উইকিম্যানিয়া অংশ নেওয়া উইকিপিডিয়ানদের বিশেষ প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে নতুন বোর্ডেও সদস্যরা ছাড়াও উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সম্মেলনের দ্বিতীয় দিন উইকিপিডিয়ার ভারতীয় বিভিন্ন ভাষার উইকিপিডিয়ানদের মিট আপ অনুষ্ঠিত হয়েছে। এতে ভারতের বিভিন্ন ভাষার উইকিপিডিয়ানদের পাশাপাশি বাংলাদেশ ও নেপালের উইকিপিডিয়ানরা অংশ নেয়। এ ছাড়া অনুষ্ঠিত হয়েছে উইকিপিডিয়া লাইব্রেরি মিট আপ। এতে অংশ নেওয়া বাংলা উইকিপিডিয়ার প্রশাসকেরা জানান, খুব শিগগির বাংলাদেশে উইকিপিডিয়া লাইব্রেরি প্রকল্প চালু হবে।
দ্বিতীয় দিন গ্যালারি, লাইব্রেরি, আর্কাইভ, মিউজিয়াম (জিএলএএম) প্রকল্প নিয়ে বিশেষ আলোচনার পাশাপাশি ওপেন স্ট্রিট ম্যাপ কর্মশালা, কনটেন্ট ট্রান্সলেশন, আইডিয়া ল্যাব কর্মশালা, কমিউনিটি এনগেজমেন্ট আলোচনা ইত্যাদি অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উইকিপিডিয়া সংশ্লিষ্ট নারীদের নিয়ে উইকি ওমেন প্রকল্পেরও বিশেষ আলোচনা হয়েছে। দিন শেষে উইকিমিডিয়া মেক্সিকোর আয়োজনে উইকিম্যানিয়ায় অংশগ্রহণকারীদের মেক্সিকো সিটির জনপ্রিয় জাদুঘর মিউসিয়ো সোমিয়া পরিদর্শন করানো হয়।
আজ রোববার সম্মেলনের শেষ দিনে উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস বিশেষ আলোচনা ও উপস্থাপনা হবে। উইকিম্যানিয়া হ্যাকাথনের প্রকল্প উপস্থাপনার পাশাপাশি উইকি প্রজেক্ট এক্স, ভিডিও কমিউনিটির গোলটেবিল বৈঠক, ওপেন জিএলএম প্রকল্প নিয়ে আলোচনা ইত্যাদি অনুষ্ঠিত হবে।
চলতি বছর ১১ তম বারের মতো অনুষ্ঠিত এবারের উইকিম্যানিয়া সম্মেলনে বাংলা উইকিপিডিয়ার প্রশাসক এবং উইকিমিডিয়া বাংলাদেশের পরিচালক নুরুন্নবী চৌধুরী ও নাহিদ সুলতান যোগ দিয়েছেন। উইকিম্যানিয়ার বিস্তারিত জানা যাবে https://wikimania 2015. wikimedia. org ঠিকানায়।