১০ লাখ তথ্যপ্রযুক্তি পেশাজীবী তৈরির উদ্যোগ

দেশব্যাপী ১০ লাখ তথ্যপ্রযুক্তি (আইটি) পেশাজীবী তৈরির জন্য কাজ করবে ব্র্যাক এবংবাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। একটি প্রকল্পের আওতায় তথ্যপ্রযুক্তি ও বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) খাতের পেশাজীবী তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদানসহ নানা কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর স্বল্প মেয়াদে এবং প্রকল্পভিত্তিক ব্যাংকঋণ সংগ্রহের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করার ব্যাপারেও প্রতিষ্ঠান দুটি কাজ করবে। ২৩ অক্টোবর ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন ফজলে হাসান আবেদের সঙ্গে তাঁর কার্যালয়ে বেসিসের তিন সদস্যের একটি প্রতিনিধিদল দেখা করে এসব বিষয়ে আলোচনা করে। দলনেতা বেসিসের সভাপতি শামীম আহসান আগামী পাঁচ বছরের মধ্যে তথ্যপ্রযুক্তি খাতে ১০ লাখ তথ্যপ্রযুক্তি ও বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) পেশাজীবী তৈরি এবং ১০০ কোটি ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রার কথা তুলে ধরেন। এ সময় বেসিসের  সাবেক সভাপতি রফিকুল ইসলাম, ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক আসিফ সালেহসহ অনেকে উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি