২৫০ কোটি সম্পাদনা উইকিপিডিয়ার

২৫০ কোটি বিষয় সম্পাদনা করেছে উইকিপিডিয়া
২৫০ কোটি বিষয় সম্পাদনা করেছে উইকিপিডিয়া

বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া ২৫০ কোটি সম্পাদনার মাইলফলক ছুঁয়েছে। গতকাল সোমবার উইকিমিডিয়ার সবগুলো সহ-প্রকল্পের (উইকিপিডিয়া, উইকিমিডিয়া কমন্স, উইকি সংকলন, উইকি অভিধান, উইকি উক্তি, মেটা উইকি, উইকি ভয়েস ইত্যাদি) মোট সম্পাদনার সংখ্যা ২৫০ কোটি ছাড়িয়ে যায়।
উইকিমিডিয়া ফাউন্ডেশনের (ডব্লিউএমএফ) বিভিন্ন প্রকল্পের সম্পাদনার সংখ্যার নিয়মিত হালনাগাদ হয় ডব্লিউএমএফ ল্যাব নামের একটি ওয়েবসাইটে (http://tools.wmflabs.org/wmcounter)। গতকাল সোমবার সেখানে দেখা যায়, সম্পাদনার সংখ্যা ২৫০ কোটি ছাড়িয়েছে। এ সাইটে উইকিমিডিয়ার সব প্রকল্পের সম্পাদনার বিষয়টি তাৎক্ষণিক হালনাগাদ হতে থাকে।
সম্পাদনার এ মাইলফলক ছোঁয়া প্রসঙ্গে ডব্লিউএমএফের চেয়ারম্যান পেট্রিসিয়ো লরেন্ট বলেন, ‘উইকিমিডিয়া প্রকল্পগুলোর সম্পাদনা ২৫০ কোটি ছাড়িয়েছে যা সত্যিই দারুণ এক খবর। আশা করছি, এভাবেই সারা বিশ্বের স্বেচ্ছাসেবী উইকিপিডিয়ানদের সহযোগিতায় এগিয়ে যাবে উইকিপিডিয়া।’
উইকিমিডিয়া ফাউন্ডেশন নামের একটি অলাভজনক সংস্থার পরিচালনায় সারা বিশ্বের ২৯১টি ভাষায় রয়েছে উইকিপিডিয়া। ২০০১ সালে যাত্রা শুরুর পর থেকে সারা বিশ্বে বর্তমানে বিশ্বের ষষ্ঠ জনপ্রিয় ওয়েবসাইট উইকিপিডিয়ার সব ভাষায় প্রায় তিন কোটি পাঁচ লাখের বেশি নিবন্ধ রয়েছে। প্রতি মাসে সারা বিশ্বে উইকিপিডিয়া দেখা হয় এক হাজার কোটিবার। এর মধ্যে শুধু ইংরেজি ভাষার উইকিপিডিয়া প্রতি মাসে নতুন ব্যবহারকারীর সংখ্যা ৮০ লাখের বেশি। কম্পিউটারের পাশাপাশি বর্তমানে মুঠোফোনেও ব্যবহার বাড়ছে উইকিপিডিয়ার। গত বছর মুঠোফোনে উইকিপিডিয়ার ব্যবহার বেড়েছে ৫১ শতাংশ। পুরোপুরি স্বেচ্ছাসেবী ভিত্তিতে এবং কোনো ধরনের লাভজনক কার্যক্রম ছাড়াই পরিচালিত হচ্ছে উইকিপিডিয়ার কার্যক্রম।