চট্টগ্রামে বাংলা উইকিপিডিয়ার আয়োজন

চট্টগ্রামে সম্প্রতি অনুষ্ঠিত হলো মুক্ত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়ার স্কুল কর্মসূচি। চট্টগ্রামের আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চবিদ্যালয়ে (বালক ও বালিকা শাখা) আয়োজিত কর্মশালায় নবম ও দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ১৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। কর্মশালায় শিক্ষাক্ষেত্রে উইকিপিডিয়ার ব্যবহার, উইকিপিডিয়া সমৃদ্ধ করা, নিবন্ধ সম্পাদনা, ছবি যোগ করা ইত্যাদি বিষয়ে ধারণা দেওয়া হয়। আলোচনা করেন বাংলা উইকিপিডিয়ার প্রশাসক মহীন রীয়াদ, উইকিমিডিয়া বাংলাদেশের সদস্য মতিউর রহমান, মিনার মাহমুদ এবং তিলোত্তমা তিতলী। কর্মশালা আয়োজনে সহযোগিতা করে ‘চট্টগ্রাম উইকিপিডিয়া সম্প্রদায়’। বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম ফরহাদ, জ্যেষ্ঠ সহকারী শিক্ষক মোহাম্মদ জহিরুল ইসলাম।
বিজ্ঞপ্তি