দুই পাশে দুই ঘড়ি

.
.

বিলাসবহুল ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান সুইজারল্যান্ডের নিকো জেরার্ড এবার একটি নির্দিষ্ট বেল্টে দুটি ঘড়ির সমন্বয়ে নতুন একটি যন্ত্র নিয়ে এসেছে। এর এক পাশে থাকবে সাধারণ ঘড়ি, অন্য পাশে থাকবে অ্যাপল ঘড়ি। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট অ্যাডাম পলমার বিষয়টি ব্যাখ্যা দিয়ে বলেন, ‘মূলত প্রযুক্তিগত সুবিধাটি যোগ করতেই আমাদের এ ঘড়িটি তৈরির উদ্যোগ। এতে করে সাধারণ ঘড়ির পাশাপাশি অ্যাপলের ঘড়িও ব্যবহার করা যাবে।’ নতুন এ ঘড়ি ব্যবহার করে অ্যাপল ঘড়িতে আসা ব্যক্তিগত বার্তা পড়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন ব্যবহারকারীরা। তবে নতুন এ ঘড়ির দামও বেশি হবে বলে জানিয়েছেন নির্মাতারা। 
বিবিসি