উইকিপিডিয়ায় ব্রাহ্মণবাড়িয়ার তথ্য বাড়ানোর উদ্যোগ

কর্মশালায় তরুন–তরুনীদের ছিলো সক্রিয় অংশগ্রহণ
কর্মশালায় তরুন–তরুনীদের ছিলো সক্রিয় অংশগ্রহণ

ব্রাহ্মণবাড়িয়ায় উইকিমিডিয়া ফাউন্ডেশনের বাংলাদেশ শাখার সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে ‘উইকিপিডিয়া কর্মশালা’। গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জহিরুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর দপ্তর) শফিকুল ইসলাম, এনডিসি সাব্বির আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলামসহ অনেকে।
উইকিপিডিয়ায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও ব্যক্তির যাবতীয় তথ্য ও ছবি সমৃদ্ধ করতে আয়োজিত এ কর্মশালায় দেড় শতাধিক তরুণ-তরুণী অংশ নেন। এর আয়োজন করে ফেসবুকভিত্তিক গ্রুপ আমরাই ব্রাহ্মণবাড়িয়া। এ সংগঠনের সদস্যরা ব্রাহ্মণবাড়িয়াকে উইকিপিডিয়ায় তথ্যবহুল করার জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন। আয়োজকেরা বলেন, উইকিপিডিয়ায় ব্রাহ্মণবাড়িয়ার সব ধরনের তথ্য যুক্ত করার মাধ্যমে তাঁরা এ জেলাকে একটি আদর্শ জেলা হিসেবে গড়ে তুলতে চান। কর্মশালা পরিচালনা করেন বাংলা উইকিপিডিয়ার প্রশাসক নাসির খান ও নাহিদ সুলতান। সঞ্চালনা করেন বিবর্ধন রায়।
শাহাদৎ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া