লালমনিরহাটে উইকিপিডিয়ার কর্মশালা

লালমনিরহাটের পাটগ্রামে অনুষ্ঠিত হয়েছে উইকিপিডিয়া কর্মশালা। পাটগ্রামের পৌর কমিউনিটি সেন্টারে গত শুক্রবার উইকিপিডিয়া পাটগ্রাম সম্প্রদায় ও উইকিমিডিয়া বাংলাদেশের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উইকিপিডিয়ায় পাটগ্রাম উপজেলার পাশাপাশি লালমনিরহাটের গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধের ইতিহাস, স্থান ও ব্যক্তির ছবি এবং তথ্যসমৃদ্ধ করতে আয়োজিত কর্মশালায় ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১২০ জন শিক্ষার্থী অংশ নেয়। উইকিপিডিয়ার ব্যবহার ও তথ্য নিবন্ধন সম্পর্কে উপজেলার শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালাটি উদ্বোধন করেন পৌর মেয়র শমশের আলী। এ সময়ে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন, কৃষিবিদ ও গবেষক শহিদুল ইসলামসহ অনেকে। কর্মশালায় উইকিপিডিয়ায় নিবন্ধ সম্পাদনা, ছবি যোগ করা এবং এ কার্যক্রমের সঙ্গে যুক্ত হওয়ার নানা বিষয় নিয়ে আলোচনা করেন বাংলা উইকিপিডিয়ার প্রশাসক নাহিদ সুলতান এবং আশিক শাওন। পুরো আয়োজন সমন্বয় করেন উইকিপিডিয়া পাটগ্রাম সম্প্রদায়ের সমন্বয়ক সিজু খান। কর্মশালা শেষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।