কারিগরি সমস্যায় হোয়াটস অ্যাপের কোটি ব্যবহারকারী

বিনা মূল্যে বার্তা আদান-প্রদান ও কথা বলার জনপ্রিয় অ্যাপ্লিকেশন হোয়াটস অ্যাপের কারিগরি সমস্যায় পড়েছেন ব্যবহারকারীরা। নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান চেক পয়েন্টের তথ্য অনুযায়ী, হোয়াটস অ্যাপে একটি প্রোগ্রামিং ত্রুটি (বাগ) দেখা দিয়েছে, যার কারণে প্রায় ২০ কোটি ব্যবহারকারী নিরাপত্তা-ঝুঁকিতে আছেন। তবে এ ত্রুটি শুধু ওয়েব সংস্করণে আপাতত দেখা দিয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা।
তথ্য অনুযায়ী, হ্যাকাররা ব্যবহারকারীদের তথ্যের বিষয়ে স্পর্শকাতর কিছু উল্লেখ করে ক্রমাগত ম্যালওয়ার পাঠাচ্ছে। বিষয়টি নজরে আসার পরেই এ বাগের জন্য আলাদা সমাধান চালু করেছে হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষ। আর তাই এ সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহারকারীদের নিজেদের ব্যবহার করা হোয়াটস অ্যাপ সফটওয়্যারটি হালনাগাদের পরামর্শ দিয়েছেন। নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান ইসেটের বিশেষজ্ঞ মার্ক জেমস বলেন, বাগটি মূলত ছড়ানো হচ্ছে নম্বর পাঠানোর ক্ষেত্রে যে ভিকার্ড ব্যবহার করা হচ্ছে তার মাধ্যমে। তাই হোয়াটস অ্যাপে এ ধরনের ভিকার্ড পেলে সেটি আপাতত সরাসরি না খোলার আহ্বান জানিয়েছেন তিনি।
বিবিসি