দ্বিতীয়বারের মতো টুইটারের প্রধান নির্বাহী হচ্ছেন ডরসি

জ্যাক ডরসি
জ্যাক ডরসি

মাইক্রোব্লগিং সাইট টুইটারের প্রধান নির্বাহী হিসেবে দ্বিতীয়বারের মতো পূর্ণ দায়িত্ব নিতে পারেন এর সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। গত তিন মাস ধরে টুইটারের খণ্ডকালীন প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করছেন তিনি। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট রি-কোড এ তথ্য জানিয়েছে।
২০০৬ সালে যাত্রা শুরুর পর টুইটারের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেছিলেন জ্যাক ডরসি। বিজ স্টোন, ইভান উইলিয়ামস, জ্যাক ডরসি ও নোয়া গ্লাস টুইটারের উদ্যোক্তা।
রি-কোড তাদের প্রতিবেদনে বলেছে, জ্যাক ডরসি যদি টুইটারের দায়িত্বে আসেন তবে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো ভিত্তিক প্রতিষ্ঠানটিতে এটি হবে তার দ্বিতীয়বারের মতো দায়িত্ব গ্রহণ। ২০০৮ সালে তিনি টুইটারের সিইওর পদ ছেড়ে দেন। অবশ্য টুইটার কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
টুইটার বিশ্বে পরিচিত প্রযুক্তিপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত হলেও এখনো লাভের মুখ দেখেনি প্রতিষ্ঠানটি। বর্তমানে টুইটার ব্যবহারকারী বাড়ার হার ক্রমশ কমছে।