দস্যু' পিঁপড়া

ফিলিপাইনে একধরনের ‘দস্যু’ পিঁপড়া আবিষ্কার করা হয়েছে। স্বচ্ছ শরীর আর ঘন কালো চোখের ভয়ংকর অবয়ব কার্ডিওকন্ডিলা পাইরাটা নামের এই পিঁপড়া প্রজাতির। দেখে মনে হয়, এরা অনায়াসে অন্য পিঁপড়াদের  ভয় দেখিয়ে অপহরণ করতে পারবে! জার্মানির একদল গবেষক এই  নতুন  পিঁপড়া প্রথমবারের মতো শনাক্ত করেন। জুকিজ সাময়িকীতে এ ব্যাপারে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে জার্মানির রেজেন্সবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক সাবিন ফ্রোশমার বলেন, পিঁপড়াটি সম্ভবত অরণ্যের ঘন অন্ধকারের কারণেই এত দিন পর্যন্ত প্রায়  অদৃশ্য ছিল। এ রকম অদ্ভুত রঙের পিঁপড়া আগে কখনো দেখা যায়নি। এরা সারা জীবন ভূগর্ভে বসবাস করে বলে ধারণা করা হচ্ছে। এদের  চোখ অস্বাভাবিক অল্প পরিমাণে আলো শোষণ করে। ন্যাশনাল জিওগ্রাফিক।