জনপ্রিয়তা বাড়ছে মোবাইল ব্রাউজারের

নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে গুগল ক্রোমকে ধন্যবাদ জানায় ইউসি l ওয়ান ইন্ডিয়া ডটকম
নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে গুগল ক্রোমকে ধন্যবাদ জানায় ইউসি l ওয়ান ইন্ডিয়া ডটকম

মোবাইল ফোনের উপযোগী ওয়েবসাইট দেখার সফটওয়্যার অর্থাৎ ব্রাউজারের ব্যবহার বাড়ছে। আগে কম্পিউটারের উপযোগী ব্রাউজারই মোবাইল ফোন থেকে ব্যবহার করা হতো। এখন সেই ব্রাউজারগুলোর মোবাইল সংস্করণই বেশি ব্যবহৃত হয়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, সারা বিশ্বের মোবাইল ফোনে ব্রাউজার ব্যবহার তালিকায় শীর্ষে রয়েছে গুগল ক্রোম। ওয়েব ট্রাফিক বিশ্লেষক স্ট্যাট কাউন্টারের (http://gs.statcounter.com) তথ্য অনুযায়ী বর্তমানে মোবাইল ব্রাউজারের বাজারে ক্রোমের অংশীদারিত্ব ৩৭ দশমিক ৪৬ শতাংশ। ১৭ দশমিক ৯১ শতাংশ অংশীদারিত্ব নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাপলের সাফারি। এরপরেই আছে ইউসি (১৬ দশমিক ৯১ শতাংশ) এবং অ্যান্ড্রয়েড ব্রাউজার (১১ দশমিক ৭৫ শতাংশ)। বাংলাদেশে অবশ্য মোবাইল ফোনে ব্যবহৃত ব্রাউজারগুলোর মধ্যে শীর্ষে আছে অপেরা মিনি। বাংলাদেশে ৫১ দশমিক ৫ শতাংশ ব্যবহারকারী এটা ব্যবহার করেন। ২৯ দশমিক ৩২ শতাংশ অংশীদারিত্ব নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইউসি, ৯ দশমিক ১৭ শতাংশ নিয়ে তৃতীয় ক্রোম এবং ৫ দশমিক ৮১ শতাংশ অংশীদারিত্ব নিয়ে চতুর্থ স্থানে আছে অ্যান্ড্রয়েড ব্রাউজার।
বাংলাদেশে অপেরা মিনির পাশাপাশি মোবাইল ফোনে ওয়েবসাইট দেখার ক্ষেত্রে জনপ্রিয় হয়ে উঠছে ইউসি ব্রাউজার। ই-কমার্স সেবাদাতা প্রতিষ্ঠান আলীবাবা গ্রুপের ইউসি ওয়েব কোম্পানি এটা তৈরি করেছে। বাংলাদেশে ইউসি ব্রাউজার কমিউনিটি নামে এর ব্যবহারকারীদের একটি দলও আছে। গত সপ্তাহে সারা বিশ্বে ব্যবহারের দিক দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল ব্রাউজারটি।

ইউসি ব্রাউজার বাংলাদেশের কমিউনিটি লিড মীর রাসেল গতকাল সোমবার প্রথম আলোকে জানান, বর্তমানে বাংলাদেশে প্রতিদিন ২৫ শতাংশ ব্যবহারকারী ইউসি ব্যবহার করছেন। ১৬ মেগাবাইটের এ ব্রাউজারটি ২০০৪ সালে চালু হয়। বর্তমানে অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজসহ বিভিন্ন অপারেটিং সিস্টেমে ব্রাউজারটি ব্যবহার করা যায়। এতে বাংলা ভাষা যোগ করার কাজও চলছে।