নতুন উদ্যোক্তাদের দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেমিনার

নবীন উদ্যোক্তাদের উৎসাহিত করার প্রতিযোগিতা ‘কানেক্টিং স্টার্টআপস বাংলাদেশ’-এর বিভিন্ন বিষয়ে গত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রতিযোগিতার নানা দিক তুলে ধরে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘এই প্রতিযোগিতা নবীন উদ্যোক্তাদের জন্য একটি বড় প্ল্যাটফর্ম। প্রতিযোগিতায় বিজয়ী নির্বাচনের ধাপগুলোর মাধ্যমে প্রত্যেক অংশগ্রহণকারী তার উদ্যোগকে এগিয়ে নিতে নানা বিষয় শিখতে পারবে।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মো. মামুনুর রশিদ বলেন, ‘প্রযুক্তি উদ্যোক্তাদের জন্য এখন দারুণ সুযোগ সরকারি প্রণোদনার পাশাপাশি এখন দেশি-বিদেশি বিনিয়োগকারীরাও বিনিয়োগে উৎসাহী।’
কানেকটিং স্টার্টআপস হচ্ছে নবীন উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে যোগসূত্র তৈরির একটি আয়োজন। প্রযুক্তির ক্ষেত্রে নতুন উদ্ভাবনী ধারণা অথবা দুই বছরের কম সময়ের কোনো স্টার্টআপ যাদের ব্যবসায়িক মূলধন পাঁচ হাজার ডলারের কম, তারা কানেকক্টিং স্টার্টআপস প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিযোগিতায় বিজয়ীরা পাবেন জনতা টাওয়ারে সফটওয়্যার টেকনোলজি পার্কে বরাদ্দকৃত স্থানে কার্যালয় স্থাপনের জায়গা, অর্থ সংস্থানের ব্যবস্থা, উদ্ভাবনী অনুদানসহ বিশ্ব স্টার্টআপস এক্সেলারেটর প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ।
প্রতিযোগিতার আয়োজক সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ, বেসিস, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। প্রতিযোগিতায় নিবন্ধনের শেষ সময় ৩০ জানুয়ারি। বিস্তারিত: www.connectingstartupsbd.net